আন্তঃধর্মীয় সংলাপ: ইসলামী দৃষ্টিভঙ্গি
                                            দাওয়াতের ক্ষেত্রে সংলাপের গুরুত্ব অপরিসীম। সংলাপ কুরআন ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু যতক্ষণ না সংলাপ কুরআন ও সুন্নাহ দ্বারা নির্দেশিত না হবে ততক্ষণ তাতে ক্ষতির সম্ভাবনা বিদ্যমান থাকে। সংলাপের নামে ইসলামকে অন্য দ্বীনের সাথে একই কাতারে নিয়ে আসার সুযোগ নেই। কারণ আল্লাহ বলেন, ‘তোমরা হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটিয়ো না’। তাই এ প্রবন্ধের লেখক সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি অনুমোদিত সংলাপের শর্ত ও আদবসমূহ বর্ণনা করেছেন।
                                        
                                                                             
                         
                                                                ![خطب التوحيد المنبرية [شاملة لجميع أبواب كتاب التوحيد الذي هو حق الله على العبيد]ا](https://www.islamland.com/uploads/books/خطب التوحيد المنبرية [شاملة لجميع أبواب كتاب التوحيد الذي هو حق الله على العبيد].jpg) 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                