শিয়া ও মসজিদে আকসা
                                            শিয়া ইমামিয়াদের দাবি কুদস তাদের প্রথম লক্ষ্য, তারা দুর্বল ফিলিস্তিনিদের পক্ষে। তারা মসজিদে আকসা মুক্ত করার জন্য যুদ্ধ করবে। তারা কুদসের একটি দিন নির্ধারণ করেছে ‘কুদস দিবস’ নামে, একটি বাহিনীর তৈরি করেছে “জায়শুল কুদস” বা “ফায়লাকুল কুদস” নামে, একটি সম্প্রচার সংস্থা চালু করেছে “কুদস সম্প্রচার সংস্থা” নামে, একটি পথের নামকরণ করেছে “তারিকুল কুদস” নামে। অথচ আমরা দেখছি সে পথ উল্টো ইরাক ও আফগানিস্তানের দিকে দাবিত হচ্ছে! আসলে শিয়াদের এসব নিফাকি ও প্রতারণা, বা তাদের ধর্মীয় ভাষায় ‘তাক্বীয়্যার’ ছলনা, বরং রাজনৈতিক কৌশল। অথচ শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার কোন মূল্য নেই, বরং প্রকৃত মসজিদে আকসা নাকি আসমানে!! ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসাকে মসজিদে কুদস বলে জনসাধারণকে ধোঁকা দেয়া হচ্ছে!! এ পুস্তকে লেখক তাদের এসব মিথ্যাচার ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছেন যথার্থভাবে।
                                        
                                                                             
                         
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                ![علم المكي والمدني في عيون المستشرقين [ عرض ونقد ]ا](https://www.islamland.com/uploads/books/علم المكي والمدني في عيون.jpg) 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                ![الدرر المنتقاة من الكلمات الملقاة [ الجزء السادس والسابع ]ا](https://www.islamland.com/uploads/books/53835162-7c64-41a0-81c2-1cb6b8adb1fd-الدرر المنتقاة من الكلمات الملقاة [ الجزء الأول والثاني والثالث ].jpg) 
                                                                 
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                