ইসলাম প্রচারক ভাই! প্রথমে তাওহীদের দাওয়াত দিন

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা। এতে বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী রহ. একটি গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ প্রশ্নের উত্তর দেন। প্রশ্নের সার-সংক্ষেপ হল, মুসলিম জাতির পুনর্জাগরণের উপায় কী? কী পন্থা অবলম্বন করলে মুসলিম জাতি তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে, আল্লাহ তাআলা জমিনে তাদের ক্ষমতা দেবেন এবং অন্যান্য উম্মতদের মাঝে যথাযথ মর্যাদায় উন্নীত হতে পারবে? শাইখ রহ. এ প্রশ্নের বিস্তারিত ও স্পষ্ট উত্তর তুলে ধরেন। মানুষের উপকারের দিকে লক্ষ্য করে আমরা এ রিসালাটি প্রচারের ব্যবস্থা করেছি।

Dalam jumlah ini