কুরআন ও সুন্নাহর আলোকে তাওবা ও পাপমোচনকারী কিছু আমল
                                            আল্লাহর কাছে তাওবা করা মুমিনের একান্ত কর্তব্য। তাওবার মাধ্যমে মুমিন আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে। তার অবাধ্যতা থেকে দূরে অবস্থান করে। এ তাওবার ব্যাপারে কুরআন ও সুন্নায় যে সব তথ্য এসেছে এ প্রবন্ধে তার কিছু অংশ তুলে ধরা হয়েছে। এছাড়াও তাতে তাওবার শর্তসমূহ, তাওবাতুন নাসূহের সংজ্ঞা এবং কী কী সৎ আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় ইত্যাদি তুলে ধরা হয়েছে।
                                        
                                                                             
                         
                                                                 
                                                                 
                                                                 
                                                                ![وماذا بعد الظلم ؟ [ أحداث تاريخية هامة وقصص واقعية عن نهاية الظلم ]ا](https://www.islamland.com/uploads/books/وماذا بعد الظلم.png) 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                                                 
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                