ধর্মনিরপেক্ষতা ও তার কুফল

সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা দুধরনের: সরাসরি নাস্তিকতা ও পরোক্ষ নাস্তিকতা। প্রথম প্রকার সেকুলারিজম ধর্মকে পুরোপুরি প্রত্যাখ্যান ও আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। দ্বিতীয় প্রকার সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সরাসরি ধর্মকে প্রত্যাখ্যান বা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না, তাই তারা ইসলাম ও ইসলামের দাঈদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও নিশ্চিত থাকে, কেউ তাদের কাফের ও মুরতাদ বলবে না। কারণ, তারা প্রথম প্রকারের ন্যায় প্রকাশ্য নাস্তিকতাসহ আত্মপ্রকাশ করে নি। জনসাধারণকে ধোঁকায় ফেলা ও বিপথগামী করার ক্ষেত্রে এ প্রকার নাস্তিকতা অপেক্ষাকৃত বেশি বিপজ্জনক। তাদের সালাত-সিয়াম-হজ-যাকাত এবং ইনশাআল্লাহ ও আল্লাহ বলার কোনো মূল্য নেই, তারা নাস্তিক। লেখক এ বিষয়টিই প্রমাণসহ তুলে ধরেছেন, যা বর্তমান সময়ে প্রত্যেক ঈমানদার মানুষের জানা খুবই প্রয়োজন।