পথের সন্ধান

পৃথিবীর মানুষ অধিকাংশই পথ ও দিক-দিশাহারা। নিরীশ্বরবাদ, বহুশ্বরবাদ ও সর্বেশ্বরবাদের বেড়াজালে পড়ে সঠিক পথহারা। বহু মানুষ রয়েছেন যারা পথের দিশা পেতে চান। সাড়া দিতে চান সত্যের আহ্বানে। কিন্তু ভুল করে বসেন পথ চিনতে। বিভ্রান্তিতে পড়েন সত্য জানতে গিয়ে। আর কিছু মানুষ আছেন যারা সত্য উপলব্ধি করেও কোনো কারণবশত তার অপলাপ করেন। তাদের জ্ঞানের ওপর বিভ্রান্তির প্রলেপ থাকায় তাদের এ অবস্থা। এমন কিছু প্রলেপ দূর করতেই এ পুস্তিকা। আশা করি জ্ঞানী ও চিন্তাশীল মাত্রই এতে জ্ঞান ও চিন্তার খোরাক এবং সত্যের তথা সৎপথের সন্ধান পাবেন।